আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউ:, ১৪৪৬ হিজরী
আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউ:, ১৪৪৬ হিজরী

নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলার পুকুরে, নিহত ৩

নোয়াখালীর হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগুলিয়া গ্রামের বঙ্গবন্ধু স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে ২৬ বছর বয়সী বেলাল হোসেন, আবদুল কুদ্দুছের ছেলে ২৫ বছরের মো. রুবেল ও আবদুল মান্নানের ছেলে ১৫ বছরের দেলোয়ার।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, তমরদ্দি বাজার থেকে মালবোঝাই একটি পাওয়ার টিলার উছখালী বাজারে যাচ্ছিল। বঙ্গবন্ধু স্কুলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন শ্রমিক নিহত হন। মরদেহ তিনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।