আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না বলেই বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে।
বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপিকে দিয়ে দেশে গণ-অভ্যুত্থান সম্ভব না। তাই আওয়ামী লীগকে গণ-অভ্যুত্থানের ভয় দেখিয়ে লাভ নেই।
তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, অথচ গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে তাদের কোনো কর্মসূচি নেই। যেই গণ-অভ্যুত্থান দিবসের মাধ্যমে আমরা স্বাধীনতার পথে প্রবেশ করেছিলাম। সেই গণ-অভ্যুত্থান এবং ঐ সময় শহিদ মতিউর, আসাদ, মকবুল ও উত্তমদের বিএনপি স্মরণ করে না।
কামরুল ইসলাম বলেন, এরা (বিএনপি) বলে ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বাইচান্স’, বাংলাদেশের থেকে পাকিস্তান ভালো ছিল। এরা বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এ দেশের অস্তিত্ব তারা স্বীকার করে না। তাই এরা গণ-অভ্যুত্থান দিবসকেও তারা স্বীকার করে না।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।