আজ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলকদ, ১৪৪৫ হিজরী
আজ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলকদ, ১৪৪৫ হিজরী

ছয় মাসে ১৬৬৭০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ

চলতি ২০২২-২৩ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর ছয় মাসে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে ১৬ হাজার ৬৭০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১০৪ শতাংশ।
বাণিজ্যিক ব্যাংকগুলোর কৃষি ঋণের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। জুলাই-ডিসেম্বর ছয় মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১৫ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা। আর বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ১৬ হাজার ৬৭০ কোটি ১০ লাখ টাকা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ৬ হাজার ৭০২ কোটি টাকা এবং দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে ৯ হাজার ৯৬৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ২ শতাংশ কৃষি ঋণ হিসেবে বিতরণ করে। এর বাইরে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বিতরণ করা ঋণের পুরোটাই কৃষি ঋণ হিসেবে বিতরণ করা হয়।

এর বাইরে ক্ষুদ্র ঋণ বিতরণী সংস্থার (এনজিও) নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এমআরএ) নিবন্ধিত এনজিও কৃষি ঋণের বড় একটি অংশ বিতরণ করে। যেসব বাণিজ্যিক ব্যাংকের পল্লি অঞ্চলে ঋণ বিতরণে যথেষ্ট অবকঠামো নেই, সেসব ব্যাংক এনজিও-এর মাধ্যমে বিতরণ করে। এনজিওগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে থেকে ৮ থেকে ৯ শতাংশ হারে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ২২ শতাংশ হারে বিতরণ করে। এছাড়া করোনা মহামারির অভিঘাত মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা স্কিম, গাভী পালনে ঋণ, শস্যে ঋণসহ বিভিন্ন রকম কৃষি ঋণ স্কিম রয়েছে।

এদিকে শস্য, সেচ, কৃষি যন্ত্রপাতি, লাইভস্টক ও পোল্ট্রি, মৎস্য চাষ, শস্য সংরক্ষণ ও বাজারজাত, পল্লি অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে ছোট্ট উদ্যোগে এসব ব্যাংক ও এনজিও কৃষি ঋণ বিতরণ করে। প্রতি বছর ব্যাংকিং খাতে ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি ঋণ বিতরণ বৃদ্ধি পায়।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, ৮ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশে ব্যবসারত ৮ বিদেশি ব্যাংক, দেশি ৪০টি বাণিজ্যিক ব্যাংকসহ মোট ৫৬টি ব্যাংক কৃষি ঋণ বিতরণ করে।